নিয়ম-কানুনের প্রতি আন্তরিক,আনুগত্য এবং তা অনুসরণ করাই শৃঙ্খলা। শৃঙ্খলা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। আমাদের প্রতিষ্ঠানের ও কিছু আচরণ বিধি এবং নিয়ম কানুন আছে যা শিক্ষার্থীদের চলার পথ সুগম ও সাফল্য মন্ডীত করে।নিচে শিক্ষার্থীদের আচরণ বিধি ও বিশেষ নিদর্শোবলীগুলো দেওয়া হল:-

১. পরম করুনাময় আল্লাহ তা’আলাকে স্মরণ করে কাজ আরম্ভ করা মঙ্গল।
২. অধ্যাবসায়ী ও পরিশ্রমী হতে হবে।সফলতার জন্য আল্লাহর উপর ভরসা রাখতে এবং সাহায্য প্রার্থনা করবে।
৩. স্কুল ইউনিফর্ম অবশ্যই পরিধান করে স্কুলে আসবে।
৪. স্কুল বসার ১০/১৫ মিনিট পূর্বে স্কুলে আসবে এবং যথারীতি সমাবেশে যোগদান করতে হবে।
৫.স্কুল প্রাঙ্গণে প্রবেশ করার পর শ্রেণিকক্ষের ভিতরে বা বাইরে কোন শিক্ষার্থী অশালীন আচরণ করবে না।
৬. স্কুল চলাকালীন সময়ে টিফিন পিরিয়ড ব্যাতিত অন্য কোন সময় শিক্ষার্থী বিনা অনুমতিতে শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে না।
৭. শ্রেণিকক্ষে হৈ চৈ কেউ করবে না এবং অযথা কোন কথা বলে হাটা চলা করে শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করবে না।
৮.কোন শিক্ষার্থী মাসে কারণ বশত: একদিনের বেশি অনুপস্থিত থাকতে পারবে না।ঐ একদিনের অনুপস্থিত মঞ্জ জন্য ও পরের দিন প্রকৃত অভিভাবকের স্বাক্ষর যুক্ত দরখাস্ত শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
৯. একদিনেরববেশি অনুপস্থিত থাকতে হলে পূর্বাহ্নে ছুটি মঞ্জুর করিয়ে নিতে হবে।
১০.কোন শিক্ষার্থী অসুস্থতার জন্য স্কুলে আসতে না পারলে অতিসত্বর অভিভাবক একটি আবেদন পএ শ্রেণি শিক্ষকের কাছে জমা দেবার ব্যবস্হা করবেন এবং সুস্থ হলে মেডিকেল সাটিফিকেটসহ অভিভাবক তাকে স্কুলে পাঠাবেন।
১১.শ্রেণিকক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা সকল ছাত্র /ছাত্রীর দায়িত্ব ও কর্তব্য।
১২.শিক্ষার্থীগন নিজ নিজ ধর্মের বিধান মেনে চলবে। মুসলমান শিক্ষার্থীরা অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে।
১৩. টিফিন পিরিয়ডের পর ওয়ানিং পড়ার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
১৪. বিদ্যালয়ের কোন সম্পদ ( দেয়াল,দরজা,জানালা,টেবিল,চেয়ার) নষ্ট করা যাবে না।
১৫.খেলাধুলা এবং বিদ্যালয়ের যে কোন অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে।
১৬.পরীক্ষার হলে কোনভাবে নকল করার চেষ্টা করবে না।কথাবার্তা বলবে না।অপ্রয়োজনীয় কোন জিনিস আনবে না।
১৭. শ্রেণিরকক্ষ ত্যাগ করার পূর্বে লাইট,ফ্যান বন্ধ করে সারিবদ্ধ হয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।
১৮. স্কুল ছুটির পর কোন শিক্ষার্থী স্কুলের বাইরে ঘোরাঘুরি করবে না।
১৯. সকলের সাথে ভালো ব্যবহার করবে।
শিক্ষার্থীদের পোশাক পরিচ্ছদ বা ইউনিফর্মঃ



