শিক্ষার্থীদের আচরণ বিধি ও বিশেষ নিদর্শোবলী:

১. পরম করুনাময় আল্লাহ তা’আলাকে স্মরণ করে কাজ আরম্ভ করা মঙ্গল।
২. অধ্যাবসায়ী ও পরিশ্রমী হতে হবে।সফলতার জন্য আল্লাহর উপর ভরসা রাখতে এবং সাহায্য প্রার্থনা করবে।
৩. স্কুল ইউনিফর্ম অবশ্যই পরিধান করে স্কুলে আসবে।
৪. স্কুল বসার ১০/১৫ মিনিট পূর্বে স্কুলে আসবে এবং যথারীতি সমাবেশে যোগদান করতে হবে।
৫.স্কুল প্রাঙ্গণে প্রবেশ করার পর শ্রেণিকক্ষের ভিতরে বা বাইরে কোন শিক্ষার্থী অশালীন আচরণ করবে না।
৬. স্কুল চলাকালীন সময়ে টিফিন পিরিয়ড ব্যাতিত অন্য কোন সময় শিক্ষার্থী বিনা অনুমতিতে শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে না।
৭. শ্রেণিকক্ষে হৈ চৈ কেউ করবে না এবং অযথা কোন কথা বলে হাটা চলা করে শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করবে না।
৮.কোন শিক্ষার্থী মাসে কারণ বশত: একদিনের বেশি অনুপস্থিত থাকতে পারবে না।ঐ একদিনের অনুপস্থিত মঞ্জ জন্য ও পরের দিন প্রকৃত অভিভাবকের স্বাক্ষর যুক্ত দরখাস্ত শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।