হালিশহর বেগমজান হাই স্কুলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিম্নে উল্লেখিত নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পূর্বক জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহবান জানানো হচ্ছে।
ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে :
১)অনলাইন আবেদন পত্রের প্রিন্ট কপি।
২)লটারিতে সিলেকশনের প্রিন্ট কপি।
৩)জন্ম নিবন্ধনের ফটোকপি।
৪)মা – বাবার এনআইডি কার্ডের ফটোকপি।
৫)শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ২ কপি। মা- বাবার পাসপোর্ট সাইজের ছবি ১ কপি করে।
৬)পূর্ববর্তী স্কুলের ছাড়পত্রের মূল কপি অথবা প্রত্যয়নপত্রের ফটোকপি।
সরাসরি ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে :
১)অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ পূর্বক যথাযথভাবে পূরণ করে নিম্নোক্ত কাগজপত্র সহ জমা দিবে।
২)জন্মনিবন্ধনের ফটোকপি।
৩)মা-বাবার NID কার্ডের ফটোকপি।
৪)শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ২ কপি। মা- বাবার
পাসপোর্ট সাইজের ছবি ১ কপি করে।
৫)পূর্ববর্তী স্কুলের ছাড়পত্রের মূল কপি অথবা প্রত্যয়নপত্রের ফটোকপি।
**ভর্তি ফরম – ২০০ টাকা।
**সেশন ফি – ২৮০০ টাকা।
**ভর্তি ফি -১০০ টাকা।
**সরকারি ফি – ১০০ টাকা।
ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডলী:
১)৬ষ্ঠ – তসলিম উদ্দীন স্যার ও পলাশ দত্ত স্যার।
২)৭ম – জাহিদ হোসেন স্যার।
৩)৮ম – হুমায়ুন কবির স্যার।
৪)৯ম – রহিম উদ্দিন স্যার।
যোগাযোগের সময়:
সকাল ১০.০০টা থেকে দুপুর ১.০০টা ( রবি – বৃহস্পতিবার)